রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরার কালিগঞ্জ একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোশাররফ হোসেন (৪৫)।
গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি একজন মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ছিলেন সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে মোহরার হিসাবে কাজ করতেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে এসে কালীগঞ্জ ডিগ্রি কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটায় ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি। স¤প্রতি তিনি ঋণগ্রস্ত হওয়ায় মানসিক হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।