Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘যমজ ১৪’-তে চার চরিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৩:১৭ পিএম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘যমজ’ সিরিজ অন্যতম। ইতোমধ্যে এই সিরিজের ১৩টি সিক্যুয়েল নির্মিত হয়েছে। প্রতিটিই দর্শকপ্রিয় হয়েছে। ‘যমজ’ এর মাধ্যমে প্রথমবার নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। যমজ সিরিজের এক নাটকে মোশাররফ করিমের একাই তিনটি ভূমিকায় অভিনয় নজর কেড়েছিলো সকলের। এরই মধ্যে প্রচার হয়েছে নাটকটির ১৩টি সিক্যুয়াল। এবার ঈদে প্রচার হবে ‘যমজ-১৪’। এই সিক্যুয়েলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এবার তিনটি নয় বরং চারটি ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম।

‘যমজ-১৪’ রচনা করেছেন কচি খন্দকার। লকডাউনের আগে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। সবশেষ পর্বে তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার চার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এবার মোশাররফ করিমের বিপরীতে থাকবেন অভিনেত্রী সারিকা। এতে জবা চরিত্রে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছেন নাটকটির নির্মাতা আজাদ কালাম।

‘যমজ-১৪’ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘যমজ’ নাটকের জন্য আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা ‘যমজ’ দেখতে পাবেন। ঈদের চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ