পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২১-২৩ মেয়াদের নতুন কমিটি হলো আজ। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তাঁর নেতৃত্বে এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজ।
উল্লেখ্য, এম.এ রাজ্জাক খান এফবিসিসিআই এর গত কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিসিআই এর পরিচালক, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাচারার এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য।
এম.এ রাজ্জাক খান একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মিনিস্টার গ্রুপকে নিয়ে দেশ ও মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।