Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ দিনের ছুটির অনুরোধ বিজিএমইএ’র

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের তিনদিনের বেশি ছুটি না দিতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। গত শনিবার এক ভিডিও বার্তায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আহবান জানান।

সংগঠনের নতুন এই সভাপতি বলেন, পোশাকশিল্পের বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাবো- তারা যেন তিনদিনের বেশি ঈদের ছুটি না দেয়। শ্রমিকদের যাতায়াতের কারণে করোনার সংক্রমণ যেন না বাড়ে। আমাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে করোনার সংক্রমণ যেন না বেড়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। নিজেকে সুস্থ থাকতে হবে এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। করোনা সংক্রমণরোধে আমরা সরকারকে সব ধরণের সহযোগিতা করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ