Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন ২ কোটি টাকা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ হাজার ৬৫৩ জন দুস্থ মানুষের মাঝে ১ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৮৫০ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভা এলাকার দুস্থ মানুষ পাবেন এই বরাদ্দের টাকা। গতকাল রোববার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায়-দুস্থদের তালিকা তৈরি শেষে পর্যায়ক্রমে টাকা বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়নে দুই হাজার ১৩৮ জন, সোনারায় ইউনিয়নে এক হাজার ৮৮০ জন, তারাপুর ইউনিয়নে এক হাজার ৯৫১ জন, বেলকা ইউনিয়নে এক হাজার ৮৯৯ জন, দহবন্দ ইউনিয়নে এক হাজার ৯২৬ জন, সর্বানন্দ ইউনিয়নে এক হাজার ৮৯৩ জন, রামজীবন ইউনিয়নে এক হাজার ৯০২ জন, ধোপাডাঙ্গা ইউনিয়নে এক হাজার ৮৯৭ জনের মাঝে বিশেষ বরাদ্দের টাকা বিতরণ করা হবে। এছাড়া ছাপড়হাটী ইউনিয়নে এক হাজার ৮৮৮ জন, শান্তিরাম ইউনিয়নে এক হাজার ৮৭২ জন, হরিপুর ইউনিয়নে এক হাজার ৮৬৪ জন, কঞ্চিবাড়ী ইউনিয়নে এক হাজার ৯২৩ জন, শ্রীপুর ইউনিয়নে দুই হাজার ৭৫ জন, চন্ডিপুর ইউনিয়নে এক হাজার ৮৮২ জন, কাপাসিয়া ইউনিয়নে এক হাজার ৯০৯ জন এ টাকা পাবেন। অপরদিকে, সুন্দরগঞ্জ পৌরসভায় টাকা দেয়া হবে তিন হাজার ৪১৪ জনকে। এজন্য এক কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ