রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনায় কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে রমজানে প্রতিদিন ইফতার বিতরণ করছেন জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু। রমজানের শুরু থেকে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ তার দেয়া ইফতার গ্রহণ করছেন। বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় এসব ইফতারসামগ্রী পৌঁছে দিচ্ছেন ৫০ জন স্বেচ্ছাসেবী। গত ৩৮ বছর ধরে রমজানে ইফতার বিতরণ করে আসছেন তিনি। বিতরণের জন্য ইফতার তৈরি হয় এমপি সামছুল আলমের পাঁচবিবি উপজেলার বাসভবনে।
ইফতার আয়োজন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক জুয়েল বলেন, প্রতিদিন আড়াই থেকে তিন হাজার প্যাকেট ইফতার তৈরি করে বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসেন তারা। অসহায় ব্যক্তিরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হাকিম ও পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুর রশিদসহ এলাবাসীরা জানান, করোনায় বহু মানুষ কর্মহীন। অনেকেই খাবার যোগাতে পারে না। আবার ইফতারসামগ্রীর দামও বেশি। এ অবস্থয় এমপি সাহেব রোজাদারদের যে সহায়তা দিয়ে যাচ্ছেন তা এ জেলায় কেউ করেননি। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। এ বিষয়ে এমপি সামছুল আলম দুদু বলেন, এমপি হওয়ার অনেক আগে থেকেই এলাকার সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছি। যেকোনো বিপদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই তো বড় কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।