Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় ঈদ উপহার প্রদান

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারের প্রবাসী আহম্মেদ কলিম প্রায় সহাস্রাধিক পরিবারের মধ্যে গতকাল ঈদ উপহার বিতরণ করেছেন। আহম্মেদ কলিম ৩নং মিরুখালী ইউপি সদস্য আলহাজ মোয়াজ্জেম হোসেনের ছেলে। প্রতিটি উপহার প্যাকেটে রয়েছে চিনি ২ কেজি, সেমাই ২ প্যাকেট, গুড়া দুধ ৪০০ গ্রাম, খেজুর আধা কেজি, চিড়া ১ কেজি, মুড়ি আধা কেজি, ছোলাবুট ১ কেজি, তৈল ১ লিটার, ট্যাং ১ প্যাকেট, সাবান ১টি, গরম মশলা ও কিসমিস।

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঝুঁকি না নিয়ে প্রতিটি ঘরে ঘরে উপহার প্যাকেট পৌঁছে দেয়া হয়। আহম্মদ কলিম জানান, করোনার কারণে অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা কারো কাছে হাত পাততেও পারছে না। এসব লোকের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। তিনি আরো জানান, তার এ মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ