রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের সিংড়ায় আলহাজ জালাল উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের দানকৃত জায়গা ফেলে রেখে সরকারি খাস জায়গায় স্কুল নির্মাণ করায় জনসাধারণ ও হালকা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আলহাজ জালাল উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের স্থাপনা ও অবকাঠামো নির্মাণে নাটোর জেলা পরিষদের দুই লাখ টাকা এবং দাতার পরিবারের আর্থিক সহযোগিতায় ২০০২ সালে কারিগরি উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে স্কুলটি সরিয়ে সরকারি খাস জায়গায় সম্প্রসারণ করা হচ্ছে বলে আলহাজ জালাল উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহাবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, উক্ত খাস জায়গা সংলগ্ন প্রতিষ্ঠাতার নিজ নামের জায়গা বিদ্যমান। উক্ত জায়গার পূর্ব পাশে প্রতিষ্ঠানের নামে জায়গা থাকা সত্বেও সরকারি খাস জায়গায় স্কুলটির ভবন সস্প্রসারণ করায় জনসাধারণ ও হালকা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় নাটোর জেলা পরিষদের বরাদ্দকৃত টাকায় প্রতিষ্ঠানটির অবকাঠামোর নির্মাণ কাজ শুরু করা হয়।
পরে আলহাজ্ব জালাল উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনন্ডেডেন্ট মোছা. সালমা খাতুন দানকৃত কোটি টাকার সম্পাত্তিতে স্কুল নির্মাণ না করে নিজ নামে আত্মসাতের চেষ্টা করছেন। তবে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অভিযোগ অস্বীকার করে বলেন, আমার চাকরিতে যোগদানের আগেই ওইখানে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর বাইরে আমি কিছুই জানি না।
নাটোর জেলা পরিষদের সার্ভেয়ার তন্ময় বলেন, অভিযোগের ভিক্তিতে তদন্ত করে স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।