Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের তৈরি পিস্তলে গুলি

প্রেমের প্রতিপক্ষকে শাস্তি দিতে

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জে প্রেমের বাঁধা হয়ে দাঁড়ানো প্রতিপক্ষ ছোট ভাইকে শিক্ষা দিতে ইউটিউব ঘেটে সবচেয়ে কম খরচে পিস্তল তৈরি করেছে সদ্য কৈশোর পেরিয়ে আসা প্রতিভাবান তরুন তৌফিকুর রহমান সীমান্ত (২৪)।

গত শনিবার রাতে নিজের তৈরি পিস্তল নিয়ে মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পাশে প্রতিপক্ষ এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদ (১৬)কে গুলি করে সীমান্ত। আহত এহিয়া হোসেন মির্জাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার একটি বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতলে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা এলাকায় মাসুদুর রহমানের ছেলে তৌফিকুর রহমান সীমান্ত ছবি আঁকা, ইনটেরিয়র ডিজাইনসহ বহু সৃষ্টিশীল কাজ করেন। সে ৯ম শ্রেণিতে পুড়য়া একটি মেয়ে পছন্দ করে। কিন্তু ওই মেয়ের সাথে এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদ (১৬)’র সম্পর্ক হয়। এতে সীমান্ত এহিয়াকে শিক্ষা দিতে পরিকল্পনা করে। পরে ইউটিউব ঘেটে সবচেয়ে কম খরচে কম পরিশ্রমে কিভাবে পিস্তল বানানো যায় তা রপ্ত করে শখের বশেই বানিয়ে ফেলে বারুদ আর সীসার বুলেটের পিস্তল।

ওই পিস্তল নিয়ে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এলজিইডি অফিসের পাশে এহিয়ার বাসার সামনে এসে নিজের তৈরি পিস্তল দিয়ে এহিয়াকে গুলি করে। ওই গুলি এহিয়ার গলায় গেলে আহত হয়। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য সাভার একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা নবগ্রাম থেকে সীমান্তকে তার নানা বাড়ি থেকে গতকাল রোববারা ভোর রাত ৩টায় তার তৈরি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সীমান্ত পুলিশের কাছে তার অপরাধ শিকার করেছেন। এই ঘটনায় আহত এহিয়ার মা নূরজাহান বাদী হয়ে ও অস্ত আইনে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করছেন। রোববার দুপুরে সীমান্তকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ