রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেটের ওসমানীনগর উপজেলায় শশুর বাড়ির ইফতারি ও ঈদের কাপড়কে কেন্দ্র করে শরিফা বেগম (২০) নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে গত শনিবার সকাল ৯টার মধ্যে এ ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামে। শরিফা নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের শাকিম উল্যার ছোট মেয়ে। স্বামী ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেনÑনিহতের স্বামী তাহিরপুর গ্রামের মৃত ইছন আলীর ছেলে আরজ আলী (২৪) ও শ্বাশুড়ি মিনারা বেগম (৬০)। মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর বাবার বাড়ি থেকে পাঠানো ইফতারিতে বরের জন্য আলাদা করে সাজানো থালা না থাকা ও আসন্ন ঈদে নতুন কাপড় না পাওয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করা হয়েছে। গত শনিবার দুপুরে পুলিশ তার স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বামী ও শ্বাশুড়ির দাবি, পরিবারের সবার অজান্তে শরিফা আত্মহত্যা করেছে। তবে, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আরো জানা যায়, প্রায় ৮ মাস পূর্বে ওসমানীনগরের তাহিরপুর গ্রামের মৃত ইছন আলীর ছেলে আরশ আলীর সাথে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিম উল্যার ছোট মেয়ে শরিফা।
নিহতের বড় বোন শিপন আক্তার ও ভাই মিনার হোসেন জানান, বিয়ের পর থেকেই আমার বোনের ওপর তার স্বামী ও শ্বাশুড়ি যৌতুকসহ নানা অযুহাতে নির্যাতন করতো। ইফতারি পাঠাতে দেরি ও আরশ আলীর জন্য আলাদা করে সাজানো থালা না দেয়ায় তার স্বামী ও শ্বাশুড়ি শরিফাকে নানাভাবে নির্যাতন করে। সর্বশেষ নতুন কাপড় পাঠাতে দেরি করায় তারা আমার বোনকে হত্যা করে।
ওসমানীগর থানার ওসি শ্যামল বনিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।