বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে দূরপাল্লার প্রায় ৫১ টি বাস আটকে দিয়েছে বগুড়ার পুলিশ।
শনিবার রাতে শহরের বনানী এলাকার ২য় বাইপাসে আটকের পর বাস গুলো স্ব স্ব জেলায় রবিবার ফেরত পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, শনিবার রাতে নির্দেশ উপেক্ষা করে উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাস ঢাকার দিকে যাওয়ার কথা শুনে বগুড়া শহরতলীর ২য় বাইপাস শহড়ের বনানীতে নির্বাহী ম্যাজিষ্টেট সহ চেকপোষ্ট বসিয়ে বাসগুলো আটক করে পুলিশ।
রবিবার সকালের দিকে আটককৃত বাসের চালক হেলপাররা বিক্ষোভ শুরু করলে ঢাকা-বগুড়া মহাসড়কে যানজট শুরু হয়। পরে পুলিশ বাসগুলো ছেড়ে দিয়ে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার অনুমতি দেয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, আটকে দেওয়া বাসগুলোর যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সরকারি নিষেধাজ্ঞা মানাতে চেকপোস্ট বসিয়ে বাসগুলোর আটক করে বাসের চালক হেলপারদের তাদের নিজ নিজ জেলার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।