Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রায়গঞ্জ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ৭:০২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জের ঢাকা-বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ষোলমাইল নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর পূর্বপাড়া গ্রামের সানোয়ার হোসেন ছানু (৫৫), উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের লিটন মিয়া (৩৮), নীলফামারীর ডোমার উপজেলার মঠকপুর মাস্টারপাড়া গ্রামের লিটন ড্রাইভার (২৭) ও প্রশিকাপাড়া গ্রামের রফিক (৩৪)। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোর রাতে ওই ডাকাত দলের সদস্যরা পিকআপ ভ্যানে মহাসড়কের উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো রামদা, হাসুয়া, কাটার মেশিন, লোহার কুড়াল, একটি পেন্টস, দুটি শিকল, একটি রড, শেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে ,এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়, এ' ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ