Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ দিনে ভারত থেকে ফিরেছে ২৪৭৫ বাংলাদেশি

সীমান্ত বন্ধ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০০ এএম

করোনার কারণে ভারতের সঙ্গে সীমান্ত দিয়ে চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রয়েছে। এই ১২ দিনে ভারত থেকে ফিরেছেন দুই হাজার ৪৭৫ বাংলাদেশি। ফেরত আসাদের মধ্যে ১৩ জন ছিলেন করোনা পজিটিভ। ভারতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন।

এদিকে ভারতফেরত এসব বাংলাদেশিদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি। জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশনে দালাল শ্রেণির বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে সতর্কতা। গতকাল শনিবার সকালে বেনাপোল বন্দরের টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে সাঁটানো যাত্রী সুবিধার নোটিশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ভারতফেরত যাত্রী রহিম জানান, যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছ এতে তারা অনেকটা উপকৃত হবেন। চলমান ক্রান্তিকাল সময়ে এ নির্দেশনা বহাল রাখার আহ্বান জানান যাত্রীরা।

শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা জানান, ভারতফেরত যাত্রীরা যাতে কোনোভাবে দালাল শ্রেণির মানুষের দ্বারা হয়রানির শিকার না হয় এজন্য ইমিগ্রেশন ও বন্দরের যাত্রী টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্কবার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেল ও যানবাহন ভাড়া সাশ্রয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। কিলোমিটার প্রতি নন-এসি যানবাহন ভাড়া ১২.৫০ টাকা ও এসিতে ১৭.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, নিষেধাজ্ঞার গত ১২ দিনে ভারত থেকে ফিরেছেন দুই হাজার ৪৭৫ জন। ফেরত আসা যাত্রীদের মধ্যে ১৩ জন ছিলেন করোনা পজিটিভ। এরা ভারতে গিয়ে করোনা আক্রান্ত হন। আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ও সাধারণ যাত্রীদের যশোর, খুলনা সাতক্ষীরা বিভিন্ন আবাসিক হোটেল এবং জটিল রোগে আক্রান্তদের ১৪ দিন হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন খরচ গত বছর সরকার বহন করলেও এবার যাত্রীদের নিজেদের ব্যয় করতে হচ্ছে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৯ মে, ২০২১, ৫:২৯ এএম says : 0
    যারা ভারত থেকে আসবে বডার সাইডে তাদের কোয়ারেনটি করে রাখলে কিসের অসুবিধা এরা রাজধানীতে কি করে আসলে সরকার জরুরি বডারে কেমপ করে এদের রাখতে পারে যেহেতু পুরাদেশে ছড়িয়ে না যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ