Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৫ মসজিদে দোয়া মাহফিল

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতকানিয়া বিএনপির উদ্যোগে প্রায় ৩৫টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ কাঞ্চনা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী কাজির মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় দীর্ঘ তিন বছর ধরে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে কোন সুচিকিৎসার ব্যবস্থা করতে দেনি, আমরা সরকারকে দেশনেত্রীর যথার্থ সুচিকিৎসার ব্যাপারে মানবিক হওয়ার আহবান জানাই এবং সাতকানিয়ার সর্বসাধারণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা গোলাম রাসুল মোস্তাক বলেন, বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে, ছদাহা ইউনিয়নে, মাদার্শা ইউনিয়নে, সোনাকানিয়া ইউনিয়নে, এওচিয়া ইউনিয়নে, সাতকানিয়া সদর ইউনিয়নে, নলুয়া ইউনিয়নে, কাঞ্চনা ইউনিয়নসহ মোট ৩৫টি মসজিদের বিভিন্ন ওয়ার্ড় ও মহল্লার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, তিনি আরও বলেন জনগণের নেত্রী জনগনের দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ও ইউপি বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ কাঞ্চনার কাজির জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করেন মসজিদের পেশ ঈমাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ