প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও তিনি সমান জনপ্রিয়। তার নাটক মানেই অন্যরকম কিছু। তবে তাকে অভিনয়ে খুবই কম দেখা যায়। ভালো গল্প পেলেই দেখা মেলে তার। বিশেষ দিবসগুলোতে তার উপস্থিতি দেখা যায়। তবে দীর্ঘদিন বিশেষ দিবসগুলোতেও তাকে অভিনয়ে দেখা যায়নি। আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত ‘ছায়া’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানিম পারভেজ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, ঈদে সাধারণত যে ধরনের নাটক প্রচার হয়, সেদিক থেকে একটু আলাদা। এতে মৌকে দেখা যাবে সিজোফ্রেনিয়ায় ভোগা এক রোগীর চরিত্রে। পাশাপাশি নাটকটির মধ্যে সচেতনতামূলক বক্তব্য রয়েছে।
নাটকের কাহিনিতে দেখা যাবে, আলমগীর মোর্শেদের স্ত্রী সারা। ভালোই চলছিল তাদের সংসার। যদিও তারা নিঃসন্তান। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় মারা যান আলমগীর। স্বামীর মৃত্যুর পর বিশাল সম্পত্তির মালিক হন সারা। দেবর রবিনের অনেক অনুরোধে সে আলমগীরের অফিসের দায়িত্ব নেয়। হঠাৎ একদিন সারার মনে হয় পেছন থেকে কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু ফিরে তাকালে আর কাউকে দেখতে পান না। এরকম বেশ কয়েকবার হওয়ার পর সে মনে করে কেউ তাকে মারার জন্য ফলো করছে। সারা ভয় পায় এবং বিষয়টি নিয়ে দেবরের সঙ্গে আলাপ করে। থানায় খবর দেয়া হয়। পুলিশ নজরদারিতে থাকে সারা।
‘ছায়া’ শিরোনামের নাটকে মৌ ছাড়াও অভিনয় করেছেন হিল্লোল ও তৌসিফ মাহবুব। ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে নাটকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।