বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখভাগের সৌন্দর্য নষ্ট করে নতুন আরেকটি ভবন নির্মানের পরিকল্পনা বাতিল করে ক্যাম্পাসের অন্যত্র তা নির্মানের দাবি জানিয়েছে বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
১৯৬৯ থেকে ’৭৮ সালের মধ্যে নির্মিত বরিশাল শের এ বাংলা মেডিকেল হাসপাতাল ভবনটির নকশায় রয়েছে নতুনত্ব। পাঁচতলা ভবনটির সামনের পুরো দক্ষিণ দিকটি খোলা রাখা হয়েছে আলো বাতাসের জন্য। ভবনটির নিচতলার পশ্চিম দিকে রয়েছে জরুরী বিভাগ।
কিন্তু সে জরুরী বিভাগের সামনে আরেকটি পাঁচতলা ভবন নির্মানের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। নতুন এই ভবনটি নির্মিত হলে পশ্চিম দিক দিয়ে হাসপাতাল ভবনের একাংশ আর দৃশ্যমান থাকবেনা। এছাড়াও হাসপাতারে পশ্চিম ব্লকের আলো বাতাস বন্ধ হয়ে যাবে। পাশাপাশি নষ্ট হয়ে যাবে মূল ভবনের সৌন্দর্য।
তবে ক্রমবর্ধমান জনসংখ্যার কারনে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে নতুন ভবন নির্মানও আবশ্যক। এ অবস্থায় বরিশাল সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি দিয়ে বর্তমান হাসপাতাল ভবনের সৌন্দর্য এবং আলো বাতাস বন্ধ করে নতুন ভবন নির্মানের পরিকল্পনা বাতিলের দাবী জানিয়েছেন। তারা হাসপাতাল কম্পাউন্ডের অন্যত্র নতুন ভবনটি নির্মানের দাবি জানান। উল্লেখ্য, বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রায় ৭৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।