বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় মো. দোলোয়ার হোসেন (২২) নামে এক দর্জির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানান তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে জোস মোহাম্মদ বিল্ডিং এর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। মো. দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন। দেলোয়ার হোসেনের ভাই মো. দিদার বলেন, প্রেম করে বিয়ে করেছিলেন দেলোয়ার। সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে ভাবি কাজে চলে যান। এরপর কয়েকবার তার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে ওই দর্জি গলায় ফাঁস দেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।