Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লাঙ্গলকোটে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৯:০৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য শামসুদ্দিন দিদারের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৪ মে) কুমিল্লার নাঙ্গলকোটের একটি এতিমখানায় দিনব্যাপী পবিত্র কুরআন খতমের আয়োজন করা হয়।

এরপর ইফতারের আগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও এতিমদের নিয়ে ইফতার করেন শামসুদ্দিন দিদার।

এসময় আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক, একেএম আশরাফুল আলম উজ্জল, শহীদ জিয়া সৃতি সংসদ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল আলী, শহীদ জিয়া ছাত্র পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন, শাহ আলম হাজারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শওকত আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ