Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করার অপরাধে বীর বিক্রম হেমায়েত বাহিনীর প্রধান প্রশিক্ষণ কমান্ডারের সন্তান হাজি শেখ মোহাম্মদ আলীউজ্জামানকে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি করা হয়নি বলে জানিয়েছেন হাজি শেখ মোহাম্মদ আলীউজ্জামান। এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার বান্ধাবাড়ী বাজারে লাঞ্ছিত হন হাজি শেখ মোহাম্মদ আলীউজ্জামান এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে বান্ধাবাড়ী গ্রামের মিজানুর রহমান হাওলাদার মানিক, ফরিদ হাওলাদার, জাকির হাওলাদার, ফারুক হাওলাদার রনী ও বাদল হাওলাদারসহ ৫ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান তার অভিযোগে বলেছেন কয়েকদিন আগে তিনি সরকারি রাস্তা যথাযথ নিয়মে নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। এতে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় তাকে বান্ধাবাড়ী বাজারে একা পেয়ে চরমভাবে অপমান করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে খুন জখমের হুমকি প্রদান করেন, এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে নিভৃত করে। গত রোববার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে বিবাদীরা কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মো. রফিকুল ইসলাম ও সাংবাদিকদের সামনেই বাদীর ওপরে চরমভাবে উত্তেজিত হয়ে ওঠে এসময় পুলিশ তাদেরকে নিভৃত করে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিলে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ