Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে ভয়াবহ অগ্নিকান্ড

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দেলিয়াই বাজারে এ অগ্নিকান্ড হয়। এছাড়া আংশিক আরো ৩টি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা ও চাটখিল ফায়ার সার্ভিস প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেলিয়াই বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু তৈয়ব জানান, জনপ্রিয় টেইলার্সের আয়রন মেশিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে করে জনপ্রিয় টেইলার্স ও পাশের জয়নাল স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরো ৩টি দোকান ঘরের মধ্যে একটি ফটোকপি, একটি স্টেশনারি ও অন্যটি কনফেকশনারি দোকান আংশিক পুড়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চাটখিল থানা পুলিশের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ