Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুকুল পরিবেশ হলে মা মাছ ডিম দিতে পারে হালদায়

হালকা মেঘের গর্জন আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ২:৩৮ পিএম

আর মাত্র কয়েক দিন বাকী হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার। গত দুই দিন ধরে হালকা বৃষ্টিপাত হওয়ার সুবাদে মা মাছ নদীর গভীরতম থেকে একেবারে উপরিভাগে উটে এসে বিচরন করতে দেখা যাচ্ছে। মা মাছ গুলো হয়তো নদীর ঘাষের সাথে ঘেষে ঘেষে নমুনা ডিম দিতে পারে। এর পর ২/৩ দিন পর আসবে অমাবশ্যার "জো" এই জোতে হয়তো মা মাছ পুরোদমে ডিম দিতে পারে তবে মা মাছের পরিবেশ অনুকুলে আসলে। প্রতি মৌসুমের এপ্রিল ও মে মাসের মধ্যে ডিম দিয়ে থাকে। এখন হালদা নদীতে অম্যাবশ্যার পানি উড়তি আর পড়তিতে আছে। বৃষ্টি আর মেঘের গর্জন শুরু হলে তার সাথে পাহাড়ি ঢলের পানি হালদায় প্রবেশ করলে মা মাছ ডিম ছাড়ার জো রয়েছে। বর্তমানে যে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি দুই এক দিন হলে হয়তো ডিম ছাড়বে বলে জানান প্রবিন ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া। তাই ডিম আহরোন কারীরাও প্রস্তুত ডিম ধরার সরান্জাম নিয়ে।
এদিকে গত কয়েক দিন আগে হালদায় মা মাছ ডিমের নমুনা ছেড়েছে এমন তথ্য দিয়ে পেইজবুকে ভাইরাল হওয়া ঘটনাটি সটিক নয় বলে জানান ডিম সংগ্রহকারীরা ,। সরেজমিনে হালদার পাড়ে গিয়ে আরেক প্রবীন ডিম সংগ্রহকারী মোঃ কামালেরর সাথে কথা বলে জানা যায় এই মৌসুমে কোন ডিমের নমুনা দেয়নি। তবে এখন গুড়ি গুড়ি সামান্য বৃষ্টি হচ্ছে হয়তো কিছু ডিমের নমুনা দিতে পারে। তবে আগামী সাপ্তাহে অমবশ্যা আসন্ন তাই হয়তো প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকলে মা মাছ ডিম দিতে পারে পুরোদমে, হয়তো অসময়েও ডিম ছাড়ার সন্ভাবনাও রয়েছে। সব মিলে সবার নজর এখন হালদা নদীর উপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ