প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নিজেই দল গঠন করে অংশ নেন অভিনেতা কমল হাসান। ২৩৪ আসনের বিধানসভার মধ্যে ১৫৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তার দল মাক্কাম নিধি মাইয়াম। তবে কমল হাসান নিজেসহ নির্বাচনে তার দল একটি আসনেও জয় পায়নি। কোয়েম্বাটুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এই তারকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির ভানাথি শ্রীনিবাসনের চেয়ে মাত্র ১ হাজার ৫৪০ ভোট কম পেয়ে হেরে গেছেন তিনি।
গত রোববার (২ মে) ভারতের পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল। তামিলনাড়ুতে এআইএডিএমকে-বিজেপি জোটকে হারিয়ে দশ বছর পর ক্ষমতায় ফিরেছে এমকে স্ট্যালিনের ডিএমকে।
নির্বাচনে হেরে কমল হাসান স্ট্যালিনকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন, এই সাফল্যের জন্য এমকে স্ট্যালিনকে অনেক শুভেচ্ছা। এই কঠিন পরিস্থিতিতে আপনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তামিলনাড়ুর উন্নতিতে আরও ভাল করে কাজ করুন, সেই শুভেচ্ছাই আপনাকে জানাচ্ছি।’ পাশাপাশি তামিল জনগণের রায়কেও মাথা পেতে নেন কমল।
জীবনের প্রথম নির্বাচনে ব্যর্থ হলেও রাজনীতি থেকে বিদায় নেওয়ার কোনও অভিপ্রায় তার নেই বলেও জানিয়ে দেন কমল। টুইটারে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ার দাবি কোনও রাজনৈতিক স্লোগান নয়। এটা আমাদের স্বপ্ন। তামিলনাড়ুর মাটি ও ভাষা রক্ষায়, সেখানকার মানুষের নিরাপত্তার জন্য আগামী দিনেও মাঠে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাব আমরা।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।