Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৮:৩৭ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার শারীরিক সুস্থতা কামনায় খুলনা মহানগর ছাত্রদল দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছে।

সোমবার (৩ মে) খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় খুলনা মহানগর ছাত্রদল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ ময়দানে বাদ আসর ২শত দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করে।

মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তাজিম বিশ্বাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর ছাত্রদল নেতা মো. হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ,ওহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান,স্বপন রহমাতুল্লাহ,পারভেজ হাসান মিজান,আলী আকবর, মো. মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, আব্দুর রহিম বাদশা, সর্দার মাহিম উল হক, মো. ইউছুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার। দৌলতপুর থানা ছাত্রদল নেতা, মো. আল আমিন লিটন, আহমেদ আল রাকীব, জুবায়ের হাসান রাফি, সোহেল, রিপ্তি, রাকিব, আশিক, মান্না, হৃদয়, মারুফ। বিএল কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, ইয়াসিন গাজী, সাজিদ, ইভান। ডে-নাইট কলেজ ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, জনি, রাজিব, সাগর।

অন্যান্য ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ শুভ কুমার দাস, স্বপন হাওলাদার, ইসরাইল হোসেন জিসান, শেখ মারজান, হাফেজ মো. আসাদুল, মো. বেলাল হোসেন, মহিউদ্দিন তালিম, রিপন শিকদার, মো. রনি, নাজের মাহমুদ নিবিড়, সাকিব রিজভী, জাহিদ হাসান পাপ্পু, রিয়াদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ