Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিশেহারা সৈয়দপুরের কৃষক

বোরোতে ব্লাস্ট রোগ ও হিটস্ট্রোক

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিস্তীর্ণ বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। এতে করে ধানে চিটা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এমনটি হচ্ছে বলে কৃষি বিভাগের ধারণা। এছাড়া ইঁদুরের উপদ্রবও দেখা দিয়েছে বলে জানান কৃষকরা।

উপজেলার বোতলাগাড়ি, বাঙালিপুর, কামারপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের বেশকিছু বোরো ক্ষেত ঘুরে দেখা যায়, খালি চোখে একটু দূর থেকে দেখলে মনে হবে জমির সব ধান পুষ্ট। পাকা ধান কেটে ঘরে তোলার অপেক্ষা কেবল। কিন্তু বাস্তবে বিষয়টি পুরোপুরি ভিন্ন। জমিতে ধান আছে। পাকা রং ধারণ করেছে। অথচ ধানে দানা নেই, আছে চিটা। পুড়ে পাকা বাদামি হয়ে আছে ধান। ব্লাস্ট ও হিটস্ট্রোক ছড়িয়ে পড়ায় উঠতি বোরো ধান বিবর্ণ হয়ে যাচ্ছে। ধানে চিটা দেখা দিয়েছে। এতে ধানের উৎপাদন অর্ধেকে নেমে আসবে বলে জানান কৃষকরা।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক হাসানের সঙ্গে কথা হয়। তিনি জানান, ১০/১২ বিঘা জমিতে বোরোর আবাদ করেছি। এরইমধ্যে ৩ বিঘা জমিতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। ধানের শীষে চিটা দেখা দিয়েছে। বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ ব্যবহারেও ফল মিলছে না। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক আব্দুল মোতালেব জানান, বøাস্টের কারণে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরিত্রাণের উপায় কী তা আমরা জানি না। বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর ইউনিয়নের কৃষক রেজাউল করিম জানান, দিনে গরম ও রাতে শীত এই বিপরীতমুখি আবহাওয়ার কারণে বোরো ক্ষেতে নানা রোগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বাস্ট, হিটস্ট্রোক ও ইঁদুরের উপদ্রবে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, বৈরী আবহাওয়ার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে ধান ক্ষেত। কিছু জমিতে ব্লাস্ট রোগও ছড়িয়ে পড়ছে। তবে, উদ্বেগের তেমন কোনো কারণ নেই। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। করোনাকালেও কৃষি বিভাগ পাশে রয়েছে কৃষকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ