Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৫:১৫ পিএম | আপডেট : ৫:৩১ পিএম, ৩ মে, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

সোমবার (০৩ মে) দুপুর ২টায় তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনসহ একাধিক চিকিৎসক জানিয়েছেন।

তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। তবে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন তারা।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন শুক্রবার গণমাধ্যমকে জানান সোমবার পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলবে।

সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতে পারে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান ডা. জাহিদ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ইতোমধ্যে সিটি স্ক্যান (চেস্ট), ইসিজি ও ইকোসহ যেসব পরীক্ষা করা হয়েছে তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খালেদা জিয়া দীর্ঘ কয়েক বছর যাবত আর্থাটাইটিজ, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। গত মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেছিলেন, আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করতে পারিনি সেগুলো করাব। সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়।

করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে।



 

Show all comments
  • Nishi Islam ৩ মে, ২০২১, ৭:৪৩ পিএম says : 0
    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর।মহান আল্লাহ পাক উনাকে দ্রুত সুস্থতা দান করুক- আমিন।
    Total Reply(0) Reply
  • Nizam Uddin Bhuiyan ৩ মে, ২০২১, ৭:৪৩ পিএম says : 0
    একজন "মা" একজন আপশহীন নেত্রী, একজন বীর মুক্তিযোদ্ধা বীরবিক্রমের স্ত্রী, একজন প্রধানমন্ত্রী আপনি সুস্থহয়ে উঠুন পিরে আসুন আমাদের মাঝে পুর্ননিরমান করুন BNP কে
    Total Reply(0) Reply
  • Ramble Ark ৩ মে, ২০২১, ৭:৪৪ পিএম says : 0
    যদিও আমি আওয়ামীলীগের সাপোর্টার। তারপরও দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে দিক
    Total Reply(0) Reply
  • Abu Rayhan ৩ মে, ২০২১, ৭:৪৪ পিএম says : 0
    আল্লাহ তাআ'লা প্রিয় নেত্রী কে দ্রুত সুস্থতা দান করুন।
    Total Reply(0) Reply
  • Elias Ahmed ৩ মে, ২০২১, ৭:৪৫ পিএম says : 0
    হে আল্লাহ তুমি আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা খালেদা জিয়াকে সুস্থ করে দেন এবং দীর্ঘ জীবন দান করেন আমীন।
    Total Reply(0) Reply
  • Zakir Hossain Patwary ৩ মে, ২০২১, ৭:৪৫ পিএম says : 0
    মহান পরোওয়ার দিগারের নিকট তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।
    Total Reply(0) Reply
  • Liton Chandra ৩ মে, ২০২১, ৭:৪৫ পিএম says : 0
    মহান সৃষ্টিকর্তার কাছে উনার আশু সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ