বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব জাফর আহমদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দু’জন হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল ও হেফাজত কর্মী মো. সালাহউদ্দিন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ হাটহাজারীতে যে তান্ডবের ঘটনা ঘটেছে, তার ইন্ধনদাতা হিসেবে জাফর আহমদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সরাসরি জড়িত একজন হেফাজত কর্মী এবং মদতদাতা হিসেবে ছাত্রদলের একজন সাবেক কেন্দ্রীয় নেতাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২৬ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের প্রতিবাদে হওয়ার ঘটনায় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ১০টি মামলা করে। পটিয়া থানা পুলিশের উপর হামলার ঘটনায় সেখানেও দুইটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।