Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল সকালে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই নামাজ আদায় করা হয়। ইসতিসকার নামাজ পরিচালনা করেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন।

এ সময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, ঈমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহসাধিক মুসল্লী এই ইসতিসকার নামাজে অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারীরা আল্লাহ‘র কাছে নিজেদের কৃতকর্মের জন্য তওবা, ক্ষমা প্রার্থনা ও জাতির কল্যানে বৃষ্টি দেয়ার জন্য বিশেষ দোয়া করেন।

মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন বলেন, ইসতিসকার নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। বৃষ্টির রহমত দেয়ার জন্য আল্লাহর দয়া ভিক্ষা করেছি। আজকের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে একাধিকবার একই সময় একই জায়গায় নামাজ আদায় করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ