Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

করোনা মহামারিতে শ্রমিক সঙ্কটে দিশেহারা ঝালকাঠির এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান মহান মে দিবসে কেটে আঁটি বেঁধে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। গত শনিবার সকালে সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের জমির ধান কাটেন তারা।

কৃষক সাইফুল তালুকদার জানান, ক্ষেতের বোরো ধান পেকে ক্ষেতেই পরে ছিল। তীব্র গরম ও প্রখর রোদের তাপে শ্রমিকরা ধান কাটায় অপারগতা প্রকাশ করছিল। ধান কাটার জন্য শ্রমিক সঙ্কটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা। বাড়িতে মেশিনের মাধ্যমে সেই ধান মাড়াই করেও দেন যুবলীগ নেতাকর্মীরা। দুই বিঘা জমির ধান কাটার জন্য প্রায় ১০ হাজার টাকার উপকার হয়েছে বলে জানিয়েছেন কৃষক সাইফুল তালুকদার।

জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ও যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সঙ্কটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। মহান মে দিবসে যুবলীগের নেতাকর্মীরা শ্রমিকের কাজ করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। ঝালকাঠির কোনো কৃষক ধান কাটার শ্রমিক সঙ্কটে ভোগলে যুবলীগ সেই কৃষকের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ