বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবি পার্টির একবছর পূর্তি উপলক্ষে এবি পার্টি রামু শাখা ও উখিয়া পৃথক পৃথক ইফতার কর্মসূচীর আয়োজন করে।
রামুর চেইন্দা এমিউজমেন্ট ক্লাব এলাকায় আয়োজিত ইফতার কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কক্সবাজার জেলা আহবায়ক এড. এনামুল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক
আলহাজ্ব ভিপি সৈয়দ করিম। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির রামু উপজেলা সদস্য সচিব মোক্তার
আহমদ।
এনামুল হক সিকদার বলেন, এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর দাবীতে এক বছর আগে এই দিনে প্রতিষ্ঠিত হয়।
ইতোমধ্যে এবি পার্টি এই যৌক্তিক দাবিতে দেশবাসীর দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং এবি পার্টি ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
একইভাবে এবি পার্টির ১ বছর পূর্তিতে উখিয়া শাখা প্রতিবন্দীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচীর আয়োজন করে।
উখিয়া উপজেলা আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ওই
অনুষ্ঠানে অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক শারেক, জেলা যুগ্ম আহবায়ক আবুল কাসেম বিএ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উখিয়া উপজেলা সদস্যসচিব জাহেদুল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এবি পর্টি নেতা মোহাম্মদ সেলিম কায়ছার, জাহাঙ্গীর আলম ও সোহেল।
অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্দীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।