Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গণপরিবহন চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ৪:৫১ পিএম

ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা।
খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় তারা অসহায় হয়ে পড়েছেন। পরিবহন সেক্টরে খুলনার প্রায় ১৫ হাজার শ্রমিক জড়িত। তাদের করুণ দশার সৃষ্টি হয়েছে। সে কারণে তারা বিক্ষোভ করেছেন।
শ্রমিক নেতারা বলেন, লকডাউনে সব কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনের পথ বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ঈদের আগে গণপরিবহন চালুর দাবিতে নগরীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ