Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহনের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ১:৫৮ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন ( রেজিনং- চট্র ১০৭৯) আয়োজনে রোববার(২মে) বেলা ১২টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সড়ক পরিবহন প্রধান কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঘোষিত ৩ দফা দাবি গুলো, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী গন পরিবহণ ও পন্য পরিবহন চলাচলের ব্যবস্থা,সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা এবং টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য দশ টাকা করে ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থার দাবি জানানো হয় । রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেন আরো বলেন সালের ২৬মার্চ ২০২০সালে করোনা কালিন আমার কোন শ্রমিক সরকারের জনপ্রতিনিধির মাধ্যমে ত্রান সহায়তা পায়নি। ছোট,ছোট গাড়ী চলে অথছ আমার পরিবহণ ট্রাক চলতে দেয়া হয়না,আমাদের প্রাণের দাবি স্বাস্থ্যবিধি মেনে গাড়ী চালানোর দেয়া হউক। পরিবহণ চালক ও রেজিষ্ট্রেশন শ্রমিকদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে ওএমএস এর মাধ্যমে করোনা কালিন দশ টাকা করে চাল দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। এবং কি ২০২০ সাল ও ২০২১সালে করোনা কালিন আমাদের বেকার শ্রমিকদের কোন ধরনের সাহায্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিদ্রুত পরিবহণ শ্রমিকদের ত্রান সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ,মালিক সমিতির সভাপতি মোঃ সেকান্দার হোসেন,সহ-সাধারন সম্পাদক আকতার হোসেন,কাঠ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ,শ্রমিক নেতা আয়ুব,জাহাঙ্গীর ও ফারুক হোসেনসহ প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ