বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় দুই বছর পর এক মাসের বেতন ও ঈদ বোনাস পেয়েছেন ৫২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এর আগে চলতি বছরের মার্চ মাসের বেতন ও ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বোনাস প্রদানের চেকে স্বাক্ষর করেন তিনি। দুই বছর পর বেতন পেয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন অফিস সহায়ক রাজু আহমেদ। তিনি বেতন-বোনাস পেয়ে নতুন মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্বাস্থ্য সহকারী সাহানারা খাতুন বলেন, টানা দুই বছর আমরা কোন ধরনের বেতন-বোনাস না পেয়ে মানবেতর দিন পার করছিলাম। আমাদের এমন কষ্ট দেখে নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম দায়িত্ব নেয়ার পরেই সকল কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও বোনাসের ব্যবস্থা করেন। সচিব মোবারক হোসেন বলেন, পৌরসভার ৫২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক মাসের বেতন ও ঈদ বোনাস বাবদ প্রায় ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, গেল বছর ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-বোনাস না পেয়ে অতি কষ্টে দিন যাপন করছিলেন। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেতন-বোনাস প্রদানের উদ্যোগ নেয়া হয়। তিনি আরও বলেন, প্রায় ১৫ কোটি টাকা দেনা মাথায় নিয়ে ২৫ বছরের পিছিয়ে পড়া পৌরসভাকে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।