Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তাপদাহ হ্রাসের আভাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ১২:০২ এএম

দেশের তাপদাহ অনেক জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের ফলে গরমের তীব্রতা কোথাও কোথাও হ্রাস পাচ্ছে। আবার কোথাও কোথাও তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় ক্রমেই দেশের বিভিন্ন স্থানে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এরফলে তাপমাত্রা হ্রাসের দিকে যেতে পারে।
গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া, ঈশ^রদী, ফেনী, রাঙ্গামাটি, নিকলীসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮.২ ও সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ২১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ৩৭.২ এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সে.।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ পরিস্থিতি এবং এ সম্পর্কিত পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগ এবং রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোণা, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু জায়গায় কমতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা পর বৃষ্টি-বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। এরপরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপ

১৪ ফেব্রুয়ারি, ২০২৩
২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ