Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলি ট্রেনের চারটি বগি উল্টে যাওয়ার ঘটনায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটা থেকে রাত দুইটা পর্যন্ত বন্ধ ছিল ট্রেন যোগাযোগ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান।
তিনি জানান, রেললাইন মেরামতের পর প্রথম চাঁদপুর-গামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায়। এরপর একে‌ একে অন্য ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার যাত্রীবাহী মহানগর গোধূলি ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পাহাড়তলী স্টেশনের কিছু দূরে ক্রসিংয়ে লাইন পরিবর্তনের সময় চারটি বগি উল্টে যায়। এর আগে বেলা সাড়ে ১১টায় ফৌজদারহাট এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে গেলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ডাউন লাইনে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। বিকেল ৩টায় যাত্রী নিয়ে আপ লাইনে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় মহানগর গোধূলি। পাহাড়তলী স্টেশনে অতিক্রমের পর ক্রসওভার করে ডাউন লাইনে উঠার সময় ১২টি বগি লাইনে ওঠার পরেই রেলের গতি বাড়িয়ে দেন ট্রেন চালক। এতে অতিরিক্ত গতির লোড নিতে না পেরে চারটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
অভিযোগ রয়েছে, আপ লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। কারণ লাইন পরিবর্তনের সময় সর্বোচ্চ গতি থাকতে হয় ৮ থেকে ১০ কিলোমিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ