Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্কাটন-মগবাজার অংশ ফ্লাইওভার চালু

প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস গেইট ফ্লাই ওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ সকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ ফ্লাইওভারের উদ্বোধন করেন। এটি এক কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু যা আলোচিত মগবাজার-মৌচাক ফ্লাই ওভার প্রকল্পের দ্বিতীয় অংশ। এর আগে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমনা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ফ্লাইওভারের প্রথমাংশ উদ্বোধন করেন। ইস্কাটন-মৌচাক অংশের উদ্বোধন কালে এলজিআরডি মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন। আমরা এর সাইডগুলো উদ্বোধন করছি। আমি যে অংশটার উদ্বোধন করলাম সেটার দৈর্ঘ্য এক কিলোমিটার। অন্য অংশগুলো আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ