Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হিটলারের ভূমিকায় মোশাররফ করিম !

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ২:৪৪ পিএম

আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত হলো একক নাটক ‘বিজ্ঞাপন’। আশরাফুল চঞ্চল রচিত এ নাটকে একাধিক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার মধ্যে অন্যতম হলো হিটলার চরিত্র।

নাটকের গল্পে দেখা যাবে, দুই অটোরিকশার মালিক মোশাররফ করিম। ভাড়ার টাকায় সংসার চলে তার। কিন্তু অলস সময় কাজে লাগানোর জন্য বাজারের শেষ মাথায় একটি বইয়ের দোকান দেন। কিন্তু কোনো ক্রেতা নেই দোকানে। একদিন মোশাররফ করিম দোকানে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং একটি স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তারপর শুরু হয় বিপত্তি। দোকানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্ভট সব কার্যকলাপ শুরু করেন মোশাররফ করিম।

এ বিষয়ে নাটকটির পরিচালক সোহেল রানা ইমন বলেন, ‘এই নাটকে মোশাররফ ভাইকে সাতটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে, হিটলারের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে পুরো নাটকটি হচ্ছে মূলত একটি তেলের বিজ্ঞাপন।’

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, নূরে আল নয়ন, নিকোল কুমার, ওয়ালি উল হক রুমি প্রমুখ। ঈদুল ফিতরের চতুর্থ দিন রাত ১১টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ