Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে ২ নারীর মৃত্যু

প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়ায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার রাত ৮টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকাগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীর লাশ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে।

দুর্ঘটনায় পড়া প্রাইভেট কারের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। আহতদের পরিচয় জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ