Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নয়া দামান’ গানে নেচে ভাইরাল ঢামেকের তিন চিকিৎসক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৩:২৪ পিএম

করোনার শুরু দিকে পিপিই পরা ভারতীয় চিকিৎসকদের নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নাচের একটি ভিডিও। ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হতে শুরু করে।

সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। আর ক‌্যাপশনে লিখেন, কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন‌্য সার্জনদের নাচ। ভিডিওতে ডা. শাশ্বত চন্দনের সঙ্গে ‘নয়া দামান’ গানের তালে নেচেছেন ডা. কৃপা বিশ্বাস এবং ডা. আনিকা হোসাইন খান। এ গানের সঙ্গে তাদের নাচ মুগ্ধ করেছে নেটাগরিকদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রশংসায় ভাসছে।

গণমাধ্যমকে এই ডাক্তাররা জানান, সারাক্ষণ করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা।

২৬ এপ্রিল সন্ধ্যায় পোস্ট করা ভিডিওটিতে এখন পর্যন্ত ৭০ হাজার লাইক পড়েছে আর ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার বার। ভিডিওটিতে কমেন্ট করেছে প্রায় আড়াই হাজার।

ভিডিওতে ফারহানা সুপ্তি নামে একজন মন্তব্য করেছেন, অনেক ভালো লাগছে, সবারই কাজের ফাঁকে নিজেকে ভালো রাখা উচিত। নিজে ভালো থাকলে, অন্যকে ভালো রাখা যায়।

রোমানা শারমিন লিখেছেন, স্যালুট টু ফ্রন্ট ফাইটারস! যারা বিগত একবছরেরও বেশি সময় ধরে কোভিডের চিকিৎসা করে দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

মোহাম্মদ ইকবাল পারভেজ লিখেছেন, এমন সময়ের আপনাদের মনোবল সব সময় শক্ত থাকুক। সেই প্রত্যাশায় আমি।

অনেকেই আবার ভিডিওটি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু গুটিকয়েক মানুষের কটু কথায় কী যায় আসে। অসংখ্য মানুষের ভালোবাসা আর শুভ কামনায় সিক্ত হয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। এর আগে অনেকে গানটি গাইলেও সম্প্রতি তসিবা ও মুজা জুটির কণ্ঠে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গত ৬ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছিলেন সংগীত পরিচালক, শিল্পী ও গীতিকার মুজা। সিলেটের আঞ্চলিক ভাষা ও সুরে গাওয়া গানটি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। শুধু ভাইরাল বললে ভুল হবে, এরই মধ্যে এই গানের তালে নেচে নেচে কয়েক হাজার ভিডিও বিভিন্ন চ্যানেল থেকে আপ করা হয়েছে ইউটিউবে। অনেকেই এই গানের সঙ্গে নেচেছেন। গানটিকে নতুন করে আলোচনায় নিয়ে আসলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক। চিকিৎসকদের এই নাচের ভিডিও যেন গানের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ