Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় করোনার মধ্যে ঘটাকরে প্রেমিক-প্রেমিকার বিয়ে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৫০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে মহামারি করোনার মধ্যে ঢাকঢোল বাজিয়ে ঘটাকরে বিয়ের পিরিতে বসলো প্রেমিক - প্রেমিকা। গতকাল বুধবার রাতে প্রেমিকার বাড়িতে করোনার বিধি নিষেধকে উপেক্ষা করে ঘটাকরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামের দিলিপ মল্লিকের মেয়ে টুম্পা মল্লিকের সাথে প্রেমের সম্পর্ক করে কলাবাড়ি ইউনিয়নের প্যডকাটা গ্রামের সুনিল কৃত্তুনীয়ার ছেলে কপিল কৃত্তুনাীয়া। জানাগেছে কপিল কৃত্তুনীয়া টুম্পা মল্লিকের সাথে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক করে ৩ বছর পর্যন্ত স্বামী- স্ত্রী হিসেবে শাররীক সম্পর্ক স্হাপন করে একসাথে বসবাস করেন। এর পর কপিল তাকে বিয়ে করতে রাজি নাহলে গত ২৩ এপ্রিল স্ত্রীর স্বীকৃতি পেতে চার দিন ধরে কপিলের বাড়িতে গিয়ে অনশন করেন টুম্পা। পরে উপজেলা যুবলীগের সভাপতি মতিয়ার রহমান হাজরার হস্তক্ষেপে অবশেষে প্রেমিকা টুম্পাকে বিয়ে করতে রাজি হয় প্রেমিক কপিল। দুইপক্ষের সম্মতিতে গতকাল বুধবার রাতে করোনা প্রতিরোধে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে এ বিয়ে অনুষ্ঠিত হয়।এসময় উভয় পক্ষের কয়েকশত অতিথি উপস্হিত হয়ে বিয়েতে অংশ গ্রহন করে খাওয়া- দাওয়া করেন। এদিকে এবিয়েতে সন্তুষ্ট নন এলাকাবসী ওই গ্রামের নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন সচেতন নাগরিক বলেন এমন মহামারি করোনার মধ্যে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে এতো ঘটাকরে এধরনের বিয়ের আয়োজন করা ঠিক হয়নি। কারন এ বিয়েতে বিভিন্ন এলাকা থেকে শতাধীক অতিথি অংশ গ্রহন করায় করোনার ঝুকি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ