Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ভেজাল কারখানায় র‌্যাবের অভিযান রূপগঞ্জে আটক ১

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি অনুমোদনহীন ভেজাল খাদ্য ও পানীয় সামগ্রী তৈরি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দসহ একজনকে আটক করেন তারা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুশাবো টেংরারটেক এলাকার ডিডি ফুডস কারখানায় এ অভিযান চালানো হয়।
র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন কুশাবো টেংরারটেক এলাকার ডিডি ফ্রুডস নামক একটি অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্যসহ নকল খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। উল্লিখিত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালান তারা।
এ সময় নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে মো. আফজাল হোসেনকে (২৬) গ্রেফতার করেন তারা। উক্ত অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ডিডি ফ্রুটস ফ্লেভার পুডিং, ডিডি আইস ললি, ডিডি ম্যাংগো জসু, ডিডি ম্যাজিক ফ্রুটস ফ্লেভার, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ম্যাংগো ফ্লেভার কেমিক্যাল, লিকুইড উডিং এজেন্ট, অরেঞ্জ ফ্লেভার এবং সিনোসুইট সুপার ফাইন পাউডার জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ