রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের সখিপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারিতে কিতাব আলী (৪০) নামে এক স্বামী নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কিতাব ইছাদিঘী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। নিহত কিতাব আলী ভাঙারির ব্যবসা করতেন। এ ঘটনায় কিতাবের ৩য় স্ত্রী হামিদা আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। তাদের ঘরে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। কিতাব আলীর আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে।
উপজেলার গজারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ জানান, গত সোমবার ৩টায় কিতাব আলীর সঙ্গে তার স্ত্রী হামিদা আক্তারের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারা মল্লযুদ্ধে জড়িয়ে পড়েন। একজন অপরজনকে কামড় দিতে থাকেন। শেষপর্যায়ে স্ত্রী তার স্বামীর অন্ডকোষে আঘাত করেন। এ সময় আহত কিতাব আলীকে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়।
সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির জানান, নিহত কিতাব আলীর স্ত্রী হামিদা আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। লাশের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।