রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতাকর্মীরা। গত সোমবার কুমিল্লার হোমননা উপজেলার দড়িচর ও বাঘমারা চকের মাঝামাঝি কৃষক মো. জাকির হোসেনের আড়াই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতাকর্মীরা। এতে যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দেশের কৃষকের পাশে দাড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হাসান খাঁন নিখিল ভাইয়ের নির্দেশনায় এবং এমপি সেলিমা আহমাদ মেরি আপার নেতৃত্বে আমরা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি। আমরা আমাদের নেতা-কর্মীদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কোনো কৃষক ভাই সমস্যায় পড়বে সেখানেই আমরা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে সেই কৃষক ভাইয়ের পাশে দাঁড়াবো।
তিনি আরো বলেন, ইতোমধ্যে মেঘনা উপজেলায়ও যুবলীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে, এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। কৃষক মো. জাকির হোসেন বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।