রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দির গোমতী নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। অব্যাহত ভাঙনে অনেক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। এ অঞ্চলের মানুষের কাছে গোমতী নদী এখন সর্বনাশা এক নাম। সরেজমিনে দেখা যায়, উপজেলার নতুন হাসনাবাদ, হাসনাবাদ, ভিটিকান্দি, কান্দারগাঁওসহ প্রায় ১৫টি গ্রাম ও ১ হাজার একর ফসলি জমি ভেঙে বিলীন হতে চলেছে গোমতীর গর্ভে। এখানকার মানুষরা ফসলি জমি চাষাবাদ করে প্রধান জীবিকা নির্বাহ করে থাকে। ইতোমধ্যে অনেকেই নিজেদের জমিজমা ও ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় হবি রহমান, আফজাল বেপারি, শাহজালাল ও ইলিয়াস ফরাজি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, জমিজমা যা ছিল ফসল উৎপাদন করে ডাল-ভাত খেতাম, এখন আমাদের জমি গোমতী নদী গিলে খেয়ে ফেলেছে। বর্তমানে শুধু বসতবাড়ি আমাদের একমাত্র সম্বল। তবে, ঘরবাড়িও হুমকির মুখে যেকোনো সময় ভেঙে নদীগর্ভে বিলীন হতে পারে। আয়-রোজগারের পথও বন্ধ। কী খাবো..এই ভাবনায় আমরা দিশেহারা।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, গোমতী নদী ভাঙনের বিষয়টি আমি জেনেছি। সরকারি নির্দেশনা পেলে নদী ভাঙনরোধে দ্রæত পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।