Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে দোকান দখলের চেষ্টা

এলাকায় উত্তেজনা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ঢাকার ধামরাইয়ে একটি বাজারে ভাড়াটিয়াকে তাড়িয়ে দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ নিয়ে ওই বাজারে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে গতকাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলা হাতকোড়া গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তি প্রায় ৩০ বছর ধরে হাতকোড়া বাজারে একটি দোকান ঘর ও জায়গা পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছিল। প্রায় ৩ মাস পূর্বে জনি নামের এক ব্যক্তির কাছে অগ্রিম টাকা নিয়ে দোকান ঘর ভাড়াও দেয়। কিন্তু হঠাৎ ভাড়াটিয়াকে বের করে দিয়ে গত রোববার একই এলাকার শুকুর মুন্সির ছেলে জাবায়ের আহমেদ রানা লোকজন নিয়ে ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়। দোকানের ভেতর বর্তমান ভাড়াটিয়া জনির কয়েক হাজার টাকা মূল্যের জিনিস পত্রও রয়েছ।

বাদী আব্দুর রশিদ বলেন, আমি প্রায় ৩০ বছর ধরে পৈত্রিক সূত্রে এই দোকানের জমি ভোগ করে আসছি। কিন্তু কি কারণে শুকুর গংরা আমার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তা জানি না।

হাতকোড়া বাজার সমিতির সভাপতি ফজলুল হক বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে আব্দুর রশিদের দোকান কি জন্য শুকুর তালা দিয়েছে তা জানি না। এই দোকান রশিদেরই। শুকুর মুন্সির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ