Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে বোরো ধান কাটার উদ্বোধন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চলতি মৌসুমে নাটোরের লালপুরে বোরো ধানা কাটা শুরু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার কলসনগর এলাকায় বোরো ধানের নমুনা শস্য কর্তনের মাধ্যমে উপজেলায় বোরো ধানা কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা কৃষি কর্র্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনি রহমান, উজ্জল, আফরোজা বেগম ও ধানচাষী রবিউল ইসলাম ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এই সকল জমি থেকে ৬.৬ মেট্রিকটন হারে ৮ হাজার ২৫০ মেট্রিক টন ধান ও ৫ হাজার ৫০০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ