Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরকান্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরকান্দিরপাড়া এলাকার হাপিজুল বিরোধপূর্ণ জমির ওপর দোকানঘর নির্মাণ করতে গেলে একই এলাকার প্রতিপক্ষ সাহাজুল, মকলেচ, ভুট্টু, সফিক, জুয়েল, খোসবার, ফরজ ও মামুন সংঘবদ্ধ হয়ে হাপিজুলের ওপর হামলা চালায়।

এ সময় হামলকারীদের বাঁধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে হাপিজুল (৪০), সম্রাট (২৫) ও সুজন (৩০) আহত হয়। আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার এ ঘটনায় গতকাল মঙ্গলবার দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ