প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক আব্দুল আলীম (৮৪) স্ত্রী মনোয়ারা বেগমসহ (৭৫) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল আলীমের মেঝ ছেলে ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ও অভিনেতা আতিকুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ এপ্রিল আব্বা-মাসহ আমরা পরিবারের সব ভাইয়েরাই করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি। এরপরও আব্বা-মা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই আব্বা অসস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসাপাতালে নিয়ে যাই। সেখানে করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল পজেটিভ আসে। তাৎক্ষণিকভাবে আমরা তাকে সেখানে ভর্তি করাই। মায়েরও পজেটিভ আসে। দুজনকেই সেখানে ভর্তি করাই। যেহেতু আব্বার হার্টে রিং এবং ডায়াবেটিক আছে তাই তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা উন্নতি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।