Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম পাড়ায় শিক্ষার্থীকে থাপ্পড় মেরে অব্যাহতি পেলেন ইবির সহকারী প্রক্টর ফোটন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৫:৫৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে আম পাড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে থাপ্পড় মারায় এক সহকারী প্রক্টরকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষকের নাম আরিফুল ইসলাম ফোটন। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরিয়াল বডির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে অব্যাহতি দিয়েছেন। জানা গেছে, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন সহকারী প্রক্টর আরিফুল ইসলাম ফোটন। পরে সেদিন বিকেলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নিন্দার ঝড় উঠেছিল। এছাড়াও পরদিন শনিবার দিনব্যাপী ‘আম পাড়া কর্মসূচি’ নামে অভিনব প্রতিবাদ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক মিটিংয়ে ঘটনার ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি তাদের প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ