Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় নমব শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার-৩

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৩:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইউসুফ শিকদারকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামী ইউসুফ সিকদার (২১), খলিল সিকদার (৫৫) ও হাসান সিকদার (২৬) কে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে ইউসুফ পিতা ও ভাইয়ের সহযোগিতায় তাকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এঘটনায় ধর্ষীতার পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় ২৬ এপ্রিল একটি মামলা দায়ের করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ