বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ফেরিগুলো। শপিংমল খুলে দেয়ায় মানুষের চলাচল বেড়েছে কয়েক গুণ। করোনা সংক্রমণরোধে গণপরিবহন বন্ধ থাকলেও বন্ধ নেই বাংলাবাজার শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল।
তবে যাত্রীবাহী নৌযানসহ গণপরিবহন বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তিও। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দেখা যাচ্ছে, উভয়ঘাট থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে ফেরিগুলো ঘাটে ভিড়ছে। এদিকে যাত্রী চাপ সামলাতে রো-রো ফেরিসহ প্রায় সব কয়টি ফেরিই চলাচল করতে দেখা গেছে।
দীর্ঘদিন লকডাউনের পর মার্কেট খোলার সংবাদে জীবিকা নির্বাহের জন্য করোনা‘র ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ছুটছে শ্রমজীবী মানুষ। এদিকে গণপরিবহণ বন্ধ থাকার ফলে দ্বিগুণ ভাড়া দিয়ে ছোট ছোট লোকাল পরিবহনে করে চরম ভোগান্তি পোহায়ে ঘাটে আসতে হচ্ছে তাদের।
বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ মঙ্গলবার জানান, মঙ্গলবার যাত্রীদের তুলনামূলক চাপ রয়েছে। জরুরি সেবাসহ কাঁচামালের গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।